মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ আগষ্ট বিকেলে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচুড়া চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শোক র্যালীটি কৃষ্ণচুড়া চত্বর হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু,ময়মনসিংহ আওয়ামীলীগলীগের সাধারন সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত, সহ-সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রমূখ।