ময়মনসিংহ প্রতিনিধি:
গতকাল সোমবার সকালে ফুলবাড়িয়া মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো: আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন গভনিং বডির সদস্য ডা:আব্দুর রাজ্জাক,প্রভাষক এটিএম মহসিন শামীম, কামরুজ্জামান, পুজন কুমার সরকার, প্রবাসী কল্যাণের সভাপতি নজরুল ইসলাম, ফজলুল হক,শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস দৃপ্তি,লামিয়া প্রমুখ।আলোচনা সভা পরিচালনা করেন নিহার রঞ্জন পন্ডিত।
আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীর বিরুদ্ধে প্রতিবাদকারায় দীর্ঘ ২২মাস কারাবরণ করেছিলাম। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য কাজ করেছে। বঙ্গবন্ধু কর্মী হিসেবে আমরা আন্দোলন করেছি।মাসালা কোটে এক বছরের জেল দিল আমাকে।ফুলবাড়িয়ায় প্রথম রাজাকাররা আমার বাড়ি পুড়ে দিল।বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়াতে হবে।শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু সঠিক ইতিহাস জানাতে হবে।