আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঘাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
সোমবার (১৫ আগস্ট) বিকালে স্থানীয় দাপুনিয়া বাজারে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকতে।
উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে আগামীতে আবারো নৌকার বিজয় ধরে রাখতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম কাজল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আকন্দ রুবেল ও জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওত হোসেন বাবুল এর ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান,সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ,মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল পাঠান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সরকার,শাজাহান মন্ডল,নুরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সরকার,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল,8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম দুলু,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু হানিফা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজল ফকির, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহিদ, মুরাদ মিয়া,সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন আহমেদ প্রমূখ। পরে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং উন্নয়নের কারিগর দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।