মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত শোকাবহ আগষ্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ২৪ আগস্ট বুধবার দুপুর ৩ টায় বাকৃবি এর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. এম. এ.এম. ইয়াহিয়া খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আহকাম উল্লাহ, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক চৌধুরী। উল্লেখ যে আলোচনা সভায় আমরা ক’ জন মুজিব সেনা এর সংগঠন উদ্যোগে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে।