বার্নার্ড সরকারঃ
ধোবাউড়া উপজেলা ৭নং বাঘবেড় ইউনিয়নে দক্ষিণ ডোমঘাটা গ্রামে এই দুর্ঘনাটি ঘটেছে ১৪ বছর বয়সের ১-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতাঃ আবুল কালাম (৪০) এর বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষিতার মা হালিমা খাতুন বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি মামলা দায়েরের করেছেন স্বামী আবুল কালামের বিরুদ্ধে (মামলা নং-১১)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,জীবিকা নির্বাহের তাগিদে গত ১৯ তারিখ ঢাকায় উদ্দেশ্যে চলে যায় ধর্ষিতার মা-হালিমা খাতুন।
আর এ সুযোগ নিয়ে গত ২৪/০৮/২০২২ বুধবার রাতে নিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পিতা নামের কলঙ্ক জনক লম্পট।
পরেরদিন সকালে ধর্ষিতার চাচা আঃ কাইয়ূম, আঃ সাত্তার ও মা হালিমা খাতুনকে বিষয়টি অবগত করে ধর্ষিতা মেয়েটি।
ঘটনা জানার পর ২৬ তারিখ রাতে হালিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরিশেষে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতানের নির্দেশনায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন ধোবাউড়া থানা পুলিশ এবং শনিবার সকালে আদালত সোপর্দ করা হয়েছে।
ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ।