আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকার মল্লিকাবাড়ী বাজারের স্বর্নের দোকান,জুতার গোডাউন,ইলেকট্রনিক্স মালামাল সহ ৪টি দোকান ও ৩টি বাসায় অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। স্থানীয়রা জানায়,জুতার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়ে চারিপাশে ছড়িয়ে পড়লে মুহুর্তেই বিকট আকার ধারন করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেষন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না তদন্ত করে বলা যাবে। আর কি কারণে আগুন লেগেছে তাও তদন্ত করে বলা যাবে। তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না।
জায়গার মালিক খসরু মোহাম্মদ রনি বলেন সকলের আনুমানিক প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় বাজারে আতংক শুরু হলে লোকজন ছুটোছুটি শুরু করে।
স্থানীয় আবু হানিফ বলেন, আগুন লাগার পর আমরা সাধারণ জনসাধারণের সহযোগিতায় কিছু মালামাল সরাতে সক্ষম হয়।