Header Image

জীবনমান উন্নয়নে পাশে চাই বললেন মেয়র ইকরামুল হক টিটু

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

২৯ আগষ্ট বিকেল ০৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৬ নং ওয়ার্ডে সর্বমোট প্রায় ২ কিলোমিটার আরসিসি ড্রেন ও আরসিসি সড়ক এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সব কাজের মোট ব্যয় ৪ কোটি ৪৮ লাখ টাকা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় এ সময় উদ্বোধনকৃত কাজগুলো হলো-আকুয়া উত্তরপাড়া পারুলদের পল্লী হতে গোরস্তান পর্যন্ত, মেম্বার পল্লী থেকে নাসিরাবাদ কলেজ মাঠ পর্যন্ত, সেনবাড়ি বাইলেন আলতাফ মাওলানার বড়ির পার্শ্ব পর্যন্ত, সেনবাড়ি বাইলেন নজরুল ভিলার সম্মুখ পর্যন্ত এবং মিলনবাগ এলাকার আরসিসি ড্রেন সহ আরসিসি সড়ক।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প দিয়েছেন। নগরীর ৬ নং ওয়ার্ডের উন্নয়নেই প্রাথমিকভাবে ২০ কোটি টাকার কাজ হচ্ছে। এ উন্নয়ন আপনাদের সকলের জীবনমান উন্নয়নে। তাই এ উন্নয়নে আপনাদেরকে পাশে চাই।

মেয়র হুশিয়ারি জানিয়ে বলেন, উন্নয়ন কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক,নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শফি কামাল, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!