আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পরে জাতির জনকের স্মৃতি বিজরিত স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এবং জাতির জনক সহ ১৫ আগষ্টের নিহত সকল শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকার পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম,ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব গঠিত কমিটির সভাপতি গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোছাঃ আশরাফিয়া খাতুন, নির্বাহী সভাপতি,মোঃ রমজান আলী সরকার, সাধারণ সম্পাদক সহঃ শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ।