Header Image

ধোবাউড়ায় তিন দিনের প্রশিক্ষণ কর্মরত সাংবাদিক দের

বার্নার্ড সরকার:

ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিঃ ডেভিড রানা চিসিম,এঁর উদ্যোগে কর্মরত সাংবাদিকদের এই প্রশিক্ষণের আয়োজন ঃ উপজেলা হলরুমে
গত ২৬/০৯/২০২২খ্রিঃ তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে আজ ২য়।

দেশের ক্রান্তিলগ্নে সৎ ও সুস্থ রাজনৈতিক চিন্তা অনুসরণ,সর্বোপরি এলাকার জনস্বার্থে শুধু এই পর্ব হাতে নিয়েছেন,উপজেলা চেয়ারম্যান মিঃ ডেভিড রানা চিসিম।
গতকাল উপস্থিত ছিলেন,ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক বাবুল হোসাইন।

উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের অনুসন্ধানীমূলক সংবাদ প্রশিক্ষণের২য় দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কালের কন্ঠের ময়মনসিংহ ব্যুরো প্রধান নিয়ামুল কবির সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!