আরিফ রববানী, ময়মনসিংহ।
আসন্ন শারর্দীয় দূর্গা পূঁজা সুষ্ঠ ও শান্তিপূণ ভাবে উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এইচ এম ইবনে মিজান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি ।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাজাহান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড তপন দে, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত কুমার দাস চন্দন।
কোতোয়ালী পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটসহ জেলা, মহানগর এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরে সবোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ । এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়, আলাদা আলাদা ভাবে প্রবেশ ও বাহির হওয়ার পথ রাখা, কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার নিশ্চিতকরার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক সভায় উপজেলার সকল দপ্তর প্রধান, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকওসুধীবৃন্দ উপস্থিত ছিলেন।