Header Image

ভালুকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ বিজয়ী ৮নারী ফুটবলার

 

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি :

সাফ বিজয়ী ৮ নারী ফুটবলারকে ময়মনসিংহের ভালুকায় গনসংবর্ধণা দিয়েছে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহের নিজ এলাকায় ফেরার পথে জেলার প্রবেশদ্বার ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।

সাফ বিজয়ী জেলার ৮বাঘিনীকে এক নজর দেখতে বাসস্ট্যান্ড চত্বরে এসে হাজির হন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এ সময় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা বাদ্যের তালে তালে ফুটবলারদের আগমনকে স্বাগত জানায় এবং উচ্ছাস প্রকাশ করে।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ভালুকা উপজেলা প্রশানর,উপজেলা ক্রীড়া সংস্থা,ভালুকা প্রেসক্লাব,ভালুকা বয়েজ ক্লাব,ভালুকা পাইলট ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেনী-পেশার লোকজনের উপস্থিতিতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সৃষ্টি হয় এক উৎসবের আমেজ।

বাদ্যের তালে তালে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহের গর্ব ৮ নারী ফুটবলারকে একে একে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। তাদের বহন করা কালো রঙ্গের মাইক্রো বাসটিকে ঘিরে ধরে উৎসুক জনতা।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন,হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ওমর হায়াত খান নঈম,ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান কামাল,বয়েজ ক্লাব সভাপতি এস এম গোলাপ,সাধারন সম্পাদক হাবিব উল্লাহ সবুজ,পাইলট ক্লাব সভাপতি রনি,সাধারন সম্পাদক আসিফসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগন এতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!