Header Image

রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

 

রাজশাহীতে কর্মরত নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যমতের ভিত্তিতে ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (RWJA) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ১০জন নারী সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের নামকরণ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সকলের সিদ্ধান্তক্রমে সংগঠণটির আহবায়ক মনোনীত হয়েছেন, ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার তানজিলা আক্তার মিমি, সদস্য সচিব হয়েছেন প্রসঙ্গ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার সামিয়া খন্দকার। এছাড়াও তিন সদস্যের নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে, বাংলার জনপদ টুয়েন্টি ফোর ডট কমের চীফ রিপোর্টার মাসুমা ইসলাম, পদ্মা টাইমস টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার শিখা আক্তার এবং দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি এবং আরবিসি নিউজ বিডি ডট কমের প্রকাশক এবং সম্পাদক রোজিনা সুলতানা রোজি।

উল্লেখ্য, সংগঠনটির মূল লক্ষ্য, নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রেণী বৈষম্য দূরীকরণ, মাঠ পর্যায়ে নারী সাংবাদিকদের জাগ্রত করা, মর্যাদা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার/উপস্থাপন, পেশাগত ঐক্যে অবিচল থাকা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আহবায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করলো ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!