“বার্নার্ড সরকার”
ময়মনসিংহের ধোবাউড়ায় থানা অফিসার ইনচার্জ টিপু সুলতানের উদ্যোগে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদসহ এক জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
অদ্য ০৫/১০/২০২২/৫ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান এর দিকনির্দেশনায় এসআই আতাউর রহমান এর নের্তৃত্বে একদল পুলিশ ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়া গ্রামের কাজলের হেফাজতে থাকা ভারতীয় ২৭বোতল মদসহ ব্যবসায়ী কাজলসহ তার সহযোগীকে গ্রেফতার করে ধোবাউড়া থানা পুলিশ।
ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ।