আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকায় ৭৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ওই এলাকার রাশেদ মেম্বার ও পিন্টু মিয়ার বাসা বাড়ীতে আগুন লাগলে তা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
খবর পেয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, ঘটনাস্থলে যান। এবং যাদের জিনিস পত্র পুড়ে গেছে সেই শ্রমিকের শান্তনা প্রদান করেন, এবং প্রত্যেক কে নগদ ২০০০ করে টাকা প্রদান করেন।
মুঠো ফোনে হাজী রফিক বলেন, শ্রমিকরা আমাদের মা, বাবা,ভাই, বোন আমি আমার দায়িত্ব থেকে তাদের পাশে আছি সবসময়।