Header Image

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে উদ্ধার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

 

এস এম হাসু স্টাফ রিপোর্টার:

রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের নিখোঁজ উপাধ্যক্ষ আব্দুল হান্নান কে জীবিত উদ্ধার ও নিখোঁজের নেপথ্যে ষড়যন্ত্রকারী এবং অপহরণকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হান্নান প্রেমি প্রায় ৩ থেকে ৪ হাজার নারী-পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন ও স্বারক লিপি কর্মসুচী পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ উপাধ্যক্ষ আব্দুল হান্নান এর পরিবারবর্গ ও সরিষাবাড়ীর সর্বস্তরের সচেতন জনগণ এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্বারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে এড.মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য নিখোঁজ হান্নানের মাতা আছমা বেগম কেঁদে কেঁদে মানববন্ধনে বলেন, ‘নারী ছেড়া বুকের ধন আমার ছেলে। কি ছিলো তার অপরাধ, মায়ের বুকে জীবিত ফেরত পেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আরোও বক্তব্য রাখেন, নিখোঁজের ছোটভাই সরিষাবাড়ী গভ: পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)শহীদুর রহমান, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট
আহসান উল্লাহ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কালাচাঁদ পাল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু জিএস,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,বাংলাদেশ মুক্তিযুদ্ধ
মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা জিতু, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহম্মেদ নীরব প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন দৌলতপুর ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিম। মানববন্ধনে উপজেলার বিভিন্ন পেশাজিবী, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন,প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আগামী ৭ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।তারা আরোও বলেন, নিখোঁজের আগে আব্দুল হান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামীলীগের সাবেক
সভাপতি ও ভিপি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি (এক-এগারো
সরকারের সময় সভাপতি)হিসেবে নিখোঁজের আগ পর্যন্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ, তিনিও আওয়ামীলীগের তাই
অনতিবিলম্বে তাকে তার পরিবারের কাছে জিবীত উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান মানববন্ধনকারীরা।

নিখোঁজ আব্দুল হানান এর পরিবারে দাবী,
অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, তেজগাঁও কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য দৈনিক জনকন্ঠ পত্রিকায় বিগত ০৯/০৬/২০১০ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আপনার ২৪/০৬/২০১০ ইং তারিখের আবেদন ও ১৪/১২/২০১০ তারিখের নির্বাচনী কমিটির সুপারিশ এবং ১১/০৫/২০১১ তারিখের গভনিং বডির সভায় তাহা অনুমোদনের ভিত্তিতে উপাধ্যক্ষ সৃষ্ট পদ- ২ পদে নিয়োগপ্রাপ্ত হন।

২০১৫ সালের জানুয়ারিতে তাকে উপাধ্যক্ষ পদ থেকে বিনা নোটিশে অন্যায় ও বেআইনিভাবে অব্যাহতি দেওয়া হয়।পরে উক্ত পদে উপাধ্যক্ষ হিসেবে অধ্যক্ষ আব্দুর রশিদ এর সহোদর ছোট ভাই হারুনুর রশীদকে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অধ্যাপক আব্দুল হান্নানের জটিলতা সৃষ্টি হয়।তারই ধারাবাহিকতায় বিগত ০৭/১২/২০১৫ ইং তারিখে সকাল অনুমান ৭.৩০ ঘটিকার সময় রাজধানী ইন্ধিরা রোডের কলেজ ছাত্রাবাস সংলগ্ন বাসা থেকে হাঁটতে বেরিয়ে তিনি চন্দ্রিমা উদ্যানের দিকে চলে যায়।

তারপর থেকেই নিখোঁজ হন।নিখোঁজ আব্দুল হান্নান এর নিখোঁজ ঘটনায় তার স্ত্রী তেজগাঁও কলেজের দর্শন বিভাগের শিক্ষক আফরোজা সুলতানা বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং-৫৫২,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!