আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কাপড় ও মুদি দোকানসহ ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।
বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে চালের দোকনে আগুন সুত্রপাত হলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বাজারের ফুটপেতের দু’পাশ ভ্রাম্যমান ব্যাবসায়ীদের দখলে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পাশাপাশি বাজার সংলগ্ন পুকুরটিও সংস্কারের দাবী স্থানীয়দের।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না তদন্ত করে জানানো হবে।