ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালের লেখক এস এম মাসুদ রানা জাগ্রত সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।
শনিবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে
মিলনায়তনে গুলিস্তান ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জাগ্রত সাহিত্য সাহিত্য সম্মাননা -২০২২ উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
জাগ্রত গ্রুপের চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী।
অনুষ্ঠান উদ্বোধন করেন কবি প্রাকৃতজ শামীমরুমি টিটন
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা
আহসানুল হক মিনু, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আতিক হেলাল,
কবি অধরা আলো, কবি নায়লা পাইলট, কবি শামসুল হক শামীম, কবি এইচ এম হাসান মাহমুদ প্রমূখ।