আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপনারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১২ ই নভেম্বর শনিবার সকাল থেকে সারা দিন ব্যাপী উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আল খায়ের ফাউন্ডেশনের কান্টি ডিরেক্টর তারেক এম সজিব ও এডভাইজার ডাঃ মোশায়েদ রহমান মুন এর ব্যাবস্থাপনায় ১২ জন চিকিৎসক সহ ২২ জনের একটি টিম এ ফ্রি চোখের চিকিৎসার সেবা দিয়ে থাকেন।
এসময় তারা ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ৩ শতাধিক চশমা বিনামূল্যে প্রদান করেন।
এছাড়াও ২ শতাধিক রোগীকে চোখের ছানী অপারেশন করা হবে। এছাড়াও আল খায়ের ফাউন্ডেশন অসহায় অসহায় মানুষদের মাঝে ২০০ টি টিউবওয়েল ও ৫০টি সাব মারসেবল পাম্প বিতরণ করেন।