Header Image

ময়মনসিংহে যানজট নিরসনে জেলা পুলিশের পদক্ষেপ গুলো বাস্তবায়িত হতে যাচ্ছে

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

ময়মনসিংহ বিভাগীয় নগরীর যানজটের বেড়াজালে ছিলো ময়মনসিংহবাসী।এই যানজট নিরসনকল্পে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,বিপিএম এর নির্দেশনায় এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর গৃহীত পদক্ষেপগুলো বা সিদ্ধান্তসমূহ ইতিমধ্যে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় বাস্তবায়ন হতে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় নগরীর যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ দৃশ্যমান হয়েছে এবং এর সুফল পাচ্ছে ময়মনসিংহ নগরবাসী।

তার মধ্যে অন্যতম হলো ময়মনসিংহ নগরীর টাউন হল এর থেকে ভিতর দিয়ে ব্যস্ততম ও সংকীর্ণ রাস্তা নতুন বাজার-চরপাড়া হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর বাস চলাচল বন্ধ করা, এবং টাউন হল মোড় এর পরিবর্তে সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে থানাঘাট,জুবিলী ঘাট-ব্রীজ মোড়-কেওয়াটকালী-বাইবাস হয়ে চলাচল যা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে।

ফলে নতুন বাজার ও চরপাড়া এলাকায় চলাচলকারী নগরবাসীর গলার কাঁটা অনেকটাই দূর হয়েছে এবং বাসের জন্য সৃষ্ট দীর্ঘক্ষণ সময়ের যানজট থেকে রক্ষা পেয়েছে নগরবাসী। উত্তরবঙ্গগামী সকল বাস পাটগুদাম বাস টার্মিনাল থেকে থানাঘাট,জুবিলী ঘাট ও টাউন হল এর পরিবর্তে ব্রীজ মোড় থেকে কেওয়াটখালী-দিঘারকান্দা মোড়-রহমতপুর বাইপাস হয়ে চলাচল করছে ফলে সন্ধ্যা পরে টাউনহল মোড়-থানাঘাট ও জুবিলী ঘাটের রাস্তায় সৃষ্ট যানজট কমে গেছে।

 

এছাড়া চরপাড়া মোড় হতে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে এবং পাটগুডাম এলাকায় সিএনজি স্ট্যান্ড মুল রাস্তা থেকে সরিয়ে সিটি কর্পোরেশন এর নির্মিত স্হানে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে নগরীর টাউন হল মোড়ের সিএনজি স্ট্যান্ড মুমিনুন্নেসা সরকারী কলেজ গেইট থেকে ১৫০ ফিট দুরে স্থানান্তর করা হয়েছে।

তাছাড়া যানজট নিরসনে দিনের বেলায় শহরে ট্রাক প্রবেশ বন্ধে নগরীর রহমতপুর বাইপাসে চেকপোস্ট বসানোর পাশাপাশি অনুপ্রবেশকারী যানবাহনে বিরুদ্ধে নিয়মিত কঠোর ব্যবস্হা গ্রহন করা হচ্ছে। যানজট নিরসনে জেলা জেলা পুলিশের এই উদ্যোগ গ্রহনে নগরবাসী জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা আশাবাদী এই কার্যক্রম চলমান থাকলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!