বার্নার্ড সরকারঃ
ময়মনসিংগের ধোবাউড়া উপজেলায় শক্তি সোলশেয়ার সোলার গ্রিড প্রজেক্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বৃটিশ হাইকমিশনারের ক্লাইমেট চেইঞ্জ এন্ড এনভায়রনমেন্ট এডভাইজর অান্না ব্যালেন্স ও পলিসি ম্যানেজার এ এস এম মারজান নুর।
সোমবার সকাল সাড়ে ৮ঘটিকায় উপজেলা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় শক্তি ফাউন্ডেশনের পরিক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করতে আসেন ও পরে সকাল সাড়ে ১১ঘটিকায় ধোবাউড়া ডাকবাংলোর পাশে শক্তি ফাউন্ডেশন ও সোলশেয়ার সোলার গ্রিড প্রজেক্টের কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন,
শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর শরিফুল ইসলাম,
জেনারেল ম্যানেজার প্রবিন কুমার সরকার, ম্যানেজার মনিরুজ্জামান,সহকারি ম্যানেজার,উজ্জ্বল হোসেন, সিনিয়র অফিসার
কামরুল ইসলাম,শক্তি সোলশেয়ার সোলার গ্রিড প্রজেক্টের হেড অব অপারেশন আজিজা সুলতানা মুক্তি, প্রজেক্ট ম্যানেজার সালমা ইসলাম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সহকারী ম্যানেজার উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে জানান,শক্তি ফাউন্ডেশন ও সোলশেয়ার সোলার গ্রিড প্রজেক্টের যৌথ উদ্যোগে মাইজপাড়া ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বাজারের দোকানগুলোতে দেওয়া হচ্ছে ও পল্লী বিদ্যুতের কাছে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে।
এটির পরিক্ষামূলক কার্যক্রম পরিদর্শনে বৃটিশ হাইকমিশনার থেকে উনারা এসেছেন।
এই প্রজেক্টের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে সারা দেশে এর কার্যক্রম শুরু হবে।’