Header Image

ব্রাজিল-আর্জেন্টিনা কেউই বিশ্বকাপের ব্যয়বহুল দল নয়

 

মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইলঃ

আগামী রোববার থেকে পর্দা উঠছে কাতার বিশ্বকাপের ২২ তম আসর। শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে বাঁধ ভাঙা উল্লাস, জনপ্রিয়তা, পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা মাঠের খেলায় কে এগিয়ে কে পিছিয়ে, তা নিয়ে চলছে বিশ্লেষণ। এবার প্রকাশিত হলো নতুন এক তালিকা। কোন দলের মূল্য কত বেশি তা নিয়েই এবারের হিসাব নিকেশ।

খেলোয়াড়দের বাজার মূল্যের ডেটা ব্যবহার করে গ্রেটেস্ট শো অন আর্থ দামি দল ব্রাজিল-আর্জেন্টিনা নয়। বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান দল ইংল্যান্ড। থ্রি লায়ন্সের একাধিক খেলোয়াড় রয়েছেন, যাদের মূল্য ৮০ মিলিয়ন ইউরোর বেশি। যেমন হ্যারি কেইন, ফিল ফোডেন বা জেডন সানচো। ইংল্যান্ড স্কোয়াডের মূল্য ১.৩৫ বিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় যার মূল্য ১৩ হাজার কোটিরও বেশি।
পরবর্তী সবচেয়ে মূল্যবান বাজার দল ফ্রান্সের। মূলত কিলিয়ান এমবাপ্পে, ত্রিস্তোফা এনকুনকু, রাফায়েল ভারানে, কিংসলে কোমান এবং জুল কুন্দের মতো খেলোয়াড়দের কারণে ফ্রান্সের স্কোয়াড মূল্যবান। তাঁদের মূল্য ১.১৩ বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ১১ হাজার কোটিরও বেশি।

এছাড়া তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের বাজার মূল্য বাংলাদেশ টাকায় ১০ হাজার কোটি যা ১.০৬ বিলিয়ন ইউরো এবং সাত নম্বর থাকা আর্জেন্টিনার ৭৬৪.৫ মিলিয়ন ইউরো( ৮ হাজার কোটি টাকা)। অপরদিকে কাতার বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান খেলোয়ার কে? তিনি হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তাঁর ব্যক্তিগত মূল্য ১৬০ মিলিয়ন ইউরো (১ হাজার ৬০০ কোটি টাকার বেশি)। নরওয়ের স্ট্রাইকার এরলিং হল্যান্ডের মূল্যও ১ হাজার কোটি টাকার উপরে।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপি চলবে বিশ্বকাপের এই আসর। উদ্বোধনী ম্যাচে রাত ১০টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। অন্যদিকে ২০ নভেম্বর থকে ১৮ ডিসেম্বর খেলা মাঠে গড়ানোর জন্য প্রস্তুত কাতারের পাঁচ শহরের আট স্টেডিয়াম। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!