স্টাফ রিপোর্টার:
সচেতনতামূলক প্রচার কার্যক্রমের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কমিউনিটি ডায়ালগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৭ নভেম্বর)সকালে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহান শাহ।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী তথ্য অফিসার মোঃ রোকনুজ্জামান।