রাকিবুল হাসান ফরহাদঃ
সোমবার (২৮ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা থেকে ৪০ তম বিসিএসে নবনিযুক্ত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
“এসো হে নবীন, সেবার ব্রত নিয়ে এগিয়ে যাও” প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল উপজেলার মেধাবী ও কৃতি সন্তান, যারা ৪০ তম বিসিএসে প্রশাসন, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, প্রভৃতি বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের শুভেচ্ছা স্মারক ও ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “রাষ্ট্র থেকে আমি কি পেলাম, তার চেয়ে রাষ্ট্রকে আমি কি দিতে পারলাম, সেটিই হওয়া উচিৎ আমাদের মুখ্য উপজীব্য।” তিনি নবীন কর্মকর্তাগণকে তাদের মেধা, বিচক্ষণতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে জনসাধারণকে সেবা করার পরামর্শ দেন।