মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ বিট পুলিশিং এর কার্যক্রম ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর দিকনির্দেশনায় অব্যাহত রয়েছে।
২৮ নভেম্বর রাতে কোতোয়ালী থানার বিট নং-৩৫ ময়মনসিংহ সদর উপজেলার ২ নং কুষ্টিয়া ইউনিয়ন এর বিদ্যাগঞ্জ বাজারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এর উদ্যোগে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভায় ২ নং কুষ্টিয়া ইউনিয়নে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শামসুল হক কালু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার পুলিশ ইন্সপেক্টর (ওসি অপারেশন ) মোঃ ওয়াজেেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং কুষ্টিয়া ইউনিয়ন এর বিট অফিসার এ এস আই মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়নের ইউপি সদস্যগণ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ সহ প্রমূখ।বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জুয়া নির্মূল, ইভটিজিং মুক্ত সমাজগঠন এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।
মতবিনিময় সভায় ওয়াজেদ আলী বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে কোন অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না, অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাদের সহযোগীতাই এই সমাজ থেকে চুরি, জুয়া, সন্ত্রাসী, মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে,পরিশেষে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য যে মতবিনিময় সভায় গরু চুরি নিয়ে বেশী আলোচনা করা হয় এবং এই গরু চুরি খুব শীঘ্রই দমন করা হবে বলে ওসি অপারেশন জানান। এছাড়া অত্র এলাকায় রিসিভার দেওয়া একটি জমি নিয়ে আলোচনা করা হয়।