Header Image

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ০৩ জন

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় মদ ক্রয় বিক্রয়ের অপরাধে মাদক ব্যবসায়ীর ০৩ সদস্যকে গ্রেফতার সহ ২০ (বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী থানা এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন তাজমহল মোড় ট্রাঙ্কপট্টি সাকিনস্থ ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ০৩ জনকে আটক করে। তারা হল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বালিগাও এলাকার মহরম আলী ফকিরের পুত্র মোবারক হোসেন (৩০), আঃ শহিদের পুত্র পারভেজ (৩৫), টাঙ্গাইলের বাসাইল এলাকার মৃতঃ কালাচান কর্মকারের পুত্র বিধু কর্মকার (৪৪)।

এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরী মদ যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAG, BLENDED WHISKY, NET Quty-750ml, made in india সহ ইংরেজীতে বিভিন্ন লেখা বিদ্যমান, যাহার মোট ওজন (৭৫০X২০)=১৫,০০০ মিঃলিঃ যাহার প্রতিটি বোতল ইনটেক অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নেওয়া হয়েছে। যার মামলা নং-০২/১২৫৬, তারিখ-০১/১২/২০২২ ইং ধারা-৩৬ (১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ওসি আরোও জানান মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অবাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!