প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
রবিবার,(০৪ ডিসেম্বর)মাননীয় বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ সাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। জাতীয় ক্রিকেট দল শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি গর্বিত।
বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।