মোঃ আরিফ রববানী, ময়মনসিংহ ।।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল নির্বাচিত হয়।
সম্মেলনে কমিটি ঘোষণার পর বিকাল থেকে শুরু নেতা কর্মীদের শুভেচ্ছা বিনিময়, এর ধারাবাহিকতায় নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল কর্মীবান্ধব জননন্দিত নেতাকে সোমবার (৫ডিসেম্বর) বিকালে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান পৃথক ভাবে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
এসময় ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে শফি আলম মন্ডল নবগঠিত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল’কে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ময়মনসিংহ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ্ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব, আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ সকাল থেকে রাত অব্দি শুভেচ্ছা জানাতে শত সহশ্র নেতাকর্মীদের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল’কে ময়মনসিংহের আঠারবাড়ী বিল্ডি রোডস্থ বাড়ীতে ভীর পরিলক্ষিত হয়।