মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ টি ওয়ার্ড কার্যালয়ে একযোগে ৫ ডিসেম্বর থেকে কোভিড ১৯ এর বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
১৮ ঊর্ধ্ব নাগরিকদের ১ম,২য় বা ৩য় ডোজ প্রদানে পরিচালিত এ কার্যক্রম আগামী ০৬ ও ০৭ ডিসেম্বরও একই স্থানে সকাল ০৯ টা থেকে বেলা ০২ টা পর্যন্ত পরিচালিত হবে৷
মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কাউন্সিলরবৃন্দের সহযোগিতায় এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।এ প্রসঙ্গে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, কোভিড ১৯ থেকে নাগরিকদের সুরক্ষায় সারাদেশের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
এবং মেয়রের নেতৃত্বে কোভিড ১৯ টিকাদানে সাফল্য অর্জন করেছে। এ ক্যাম্পেইনে ১৮ ঊর্ধ্ব যারা নতুন টিকা প্রাপ্তির যোগ্য হয়েছেন বা যারা বাদ পড়েছেন বা এখনো টিকা নিতে পারেননি তাদেরকে টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
আজ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন সহ প্রমুখ।