মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
ময়মনসিংহে ব্যবসা প্রসারের জন্য
বিশ্বের শীর্ষ স্থানীয় পেইন্ট ব্রান্ড নিপ্পন পেইন্টের ময়মনসিংহ ডিপোর উদ্বোধন করা হয়েছে।
১২ ডিসেম্বর (সোমবার) দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ডিপো এর উদ্বোধন করেছেন নিপ্পন পেইন্টের গ্রুপ জি.এম চেন লি সিয়ং।
অনুষ্ঠানটি নিপ্পন পেইন্ট বাংলাদেশের ইভেন্ট এমসি এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ আনিকা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের এ.জি.এম রাজেশ সরকার, হেড অব প্ল্যান্ট অপারেশন অরুন মিত্র, হেড অব ফাইন্যান্স সালাউদ্দিন মাহমুদ, হেড অব সেলস (এডমিন) মেজবাহ উদ্দীন,হেড অব এইচ আর এন্ড এডমিন খালিদ আহমেদ সিদ্দিকী সহ প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের নিপ্পন পেইন্টের ডিলার, রিটেইলার, বিক্রয় প্রতিনিধিসহ নিপ্পন পেইন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।