ময়মনসিংহে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে
গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম তাইজ উদ্দিন।
সেমবার (১২ ডিসেম্বর ) কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা মাকসুদা প্লাজা(হোটেল লি মেরিয়ান) ৪র্থ তলা বিল্ডিংয়ের সামনে থেকে এস আই জহির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৫২(বায়ান্ন) বোতল বিদেশী মদ ROYAL STAG BLENDED WHISKY উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত তাইজ উদ্দিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশও মাদকসহ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।সোমবার ১২ ডিসেম্বর তারিখে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা মাকসুদা প্লাজা(হোটেল লি মেরিয়ান) ৪র্থ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় তৈরি ROYAL STAG BLENDED WHISKY আমদানী নিষিদ্ধ ৫২(বায়ান্ন) বোতল বিদেশী মদ বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের এস আই জহির সঙ্গীও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩৭৫ মিঃলি ৫২বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় তাইজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।