Header Image

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাই হোক বিজয়ের শপথ বললেন মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছিলাম।

বিজয়ের দিনে আমাদের শপথ হোক শত প্রতিকূলতা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সেই হাতকে শক্তিশালী করার।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ০৮ টায় বাংলাদেশ আওয়ামী লীগের শিববাড়ি দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মেয়র ইকরামুল হক টিটু। এ অনুষ্ঠানের আগে শিববাড়ি আওয়ামী লীগ অফিসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মসিক মেয়র।

মেয়র আরোও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বনির্ভরতা দিয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত করেছে।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে এবং জয়বাংলা চত্বরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ রাইফেলস ক্লাব আয়োজিত শুটিং প্রতিযোগিতা এবং ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি আয়োজিত স্বেচ্ছাসেবকদের বিজয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!