আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর মাস্টারাড়ি এলাকায় আগুন লেগে ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আইডিয়াল মোড় নামক স্থানে জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলামের বাসা স্বপ্নপুরীর একটি ঘরে আগুন লাগলে তা মুহূর্তে চারপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এতে বাসা বাড়ীর ২৪টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মানুন জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।
জেলা আওয়ামী শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম বলেন, আমার প্রায় ৫০ লাখ ক্ষতি হয়েছে।