ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসে শোভাযাত্রা
অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে দলীয় নেতাকর্মীরা পৌরসভা কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণ করে।শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় শোভাযাত্রাশেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এড: আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সফর আলী বুলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন,জবান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কদ্দুস,যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক তাতীলীগের সভাপতি চান মিয়া প্রমুখ।