ময়মনসিংহ প্রতিনিধি :
মহান বিজয় দিবস কুচকাওয়াজ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) জাতীয় প্যারেড স্কয়ারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণগ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি, তিন বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তাঁকে অভ্যর্থনা জানান।
বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, সম্মিলিত নারী কন্টিনজেন্ট এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ টেলিকম রাজারবাগ প্যারেড কমান্ড অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী।