ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃদাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ ২নং বৈলর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সুরুজ
এর আগেও তিনি এক মেয়াদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
উপ রেজিষ্ট্রার (প্রশাসন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ২২ শে ডিসেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মকিমাবাদ আব্দুল কাদের জিলানী রাঃদাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল খালেক কর্তৃক স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে মোঃ সিরাজুল ইসলাম সুরুজ কে সভাপতি ও সুপার মোঃ আব্দুল খালেক কে সদস্য সচিব করা হয়।