সাইফুল ইসলাম তরফদার :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরে হাজী রোডস্থ প্রেসক্লাব ফুলবাড়িয়ার কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সহধর্মিনী দেওখোলা মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের সভাপতি ফেরদৌসী রহমান কুসুম এর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাইফুল ইসলাম তরফদার, সহ সভাপতি এসএম গোলাম ফারুক আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ,সদস্য শফিকুল ইসলাম, মিজা মোঃমনজুরুল হক, হাবিবুল্লাহ হাবিব,ইমরান হাসান আকন্দ আতিফ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মঃ সুরুজ্জামান সুরুজ। আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা ফেরদৌস রহমান কুসুমের মুক্তি কামনায় দোয়া করা হয়।