নেত্রকোণার মদন উপজেলার কদমশ্রী গ্রামে ২০১৮ সালে সংঘটিত হওয়া আলোচিত শিশু পরশমনি(০৯) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। মদন থানা ও সিআইডির তদন্ত প্রতিবেদনে বাদির নারাজির পর মামলাটির তদন্ত ভার চলে যায় পিবিআইএর হাতে।
প্রায় এক বছর প্রযুক্তি কাজে লাগিয়ে নিবিড় তদন্তের পর জিজ্ঞাসাবাদের জন্যে সদর উপজেলার সাতপাই এলাকা থেকে গত ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কদমশ্রী গ্রামের বাসিন্দা একটি টেক্সটাইল কলেজের ছাত্র ২৩বছর বয়সী জোবায়েরকে আটক করে পিবিআই। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক হওয়া জোবায়ের জানায়, ঘটনার দিন শিশু পরশমনিকে অনৈতিক কাজের প্রস্তাব দেয় সে।
কিন্তু এতে রাজি না হওয়ার পরশমনিকে থাপ্পড় দিয়ে অজ্ঞান করার পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি বিলের পাশে ফেলে দেয়।
আজ ২৬ ডিসেম্বেবর সোমবার বেলা ১১টায় নেত্রকোণা পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন পিবিআইএর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনূর কবীর।
তিনি আরও জানান, গত কাল জোবায়েরকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ধারায় ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত।