
সাইফুল ইসলাম তরফদার:
জ্বালানি নিরাপত্তা ও গ্রাহক সেবার সর্বোচ্চ অগ্রাধিকার তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিমিটেডের ময়মনসিংহের আঞ্চলিক তিতাস গ্যাস কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক বিপণন বিভাগ কতৃক আয়োজিত কোম্পানির প্রতিশ্রæত সেবা প্রদানে (সিটিজেন চার্টার) গতিশীলতা আনয়ন এবং গ্যাস ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কোম্পানির অংশীজনের (স্টেকহোল্ডার) সমন্বয়ে বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
তিতাস গ্যাস ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক মোঃ খালেদ মাকসুদের সভাপতিত্বে সভায় তিতাসের ব্যবস্থাপক (জামালপুর) প্রকৌশলী শাহজাহান আলী সঞ্চালনা করেন।
সভায় ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক মোঃ খালেদ মাকসুদ বলেন, সমস্যা থাকবেই সমাধান আমাদের করতে হবে। ময়মনসিংহবাসীর যা সমস্যা আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। দেশকে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করছেন রাত দিন। ময়মনসিংহে কোন অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। গ্রাহক বিল পরিশোধ করলে সাথে সাথে আমরা সংযোগ দিয়ে দেই।
গত চার মাসে ১২ কোটি টাকার গ্যাসের বকেয়া আদায় করেছি। গ্যাসের যে কোন সমস্যা নিয়ে আসবেন আমার দরজা সব সময় খোলা গ্রাহকদের জন্য।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক মামুনুর রশিদ, ব্যবস্থাপক( ভালুকা) শেখ মনজুর আহমদ, কিশোরগঞ্জ জেলার ব্যবস্থাপক তোরাব আলী, নেত্রকোনার ব্যবস্থাপক সু মঙ্গল গোলদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক আসাদুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শাহিন আলম, ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোমেন মোরশেদ, সাধারণ গ্রাহক মোঃ আইনুল হুদা, বাণিজ্যিক গ্রাহক মাসকান্দা বিসিক শিল্প নগরীর সাধরণ সম্পাদক মোঃ রুহুল আমিন, জেনারেল ম্যানেজার বাদশা গ্রæপ ইঞ্জিনিয়ার বিকাশ, ম্যানেজার মেনটেনেন্স মোনায়েম সরকার, গ্রাহক মোশাররফ হোসেন প্রমুখ।
প্রকৌশলী শাহজাহান আলী বলেন, দেশ বাঁচান শিল্প বাঁচান। তিতাস গ্যাসের সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আগের চাই তে সেবার মান বৃদ্ধি পেয়েছে।
অবৈধ গ্যাস গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এ অভিযান অব্যাহত থাকবে।