আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় সারাদেশের ন্যায় স্কুলে স্কুলে ব্যাপক আনন্দ উদ্বিপনার মধ্য দিয়ে বই বিতরণ করা হয়েছে।
নববর্ষের প্রথম দিবসে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ শেলিনা রশিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, অতিঃ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক গন উপস্থিত ছিলেন ।
এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ২০ হাজার এবং মাধ্যমিক ও মাদ্রাসায় ১লাখ ৬০ হাজার বই বিতরণ করা হবে।