মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
নতুন বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় ও সংবিধান রক্ষার অধিকারে ১ জানুয়ারী মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নগরীর ধোপাখোলা স্টার কমিউনিটি সেন্টার সংলগ্ন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য সচিব ও মহানগর জাতীয় পার্টির সদস্য আবু মহম্মদ মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সরদার বাদল, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ এছহাক আলী, যুগ্ন আহবায়ক আব্দুস সুলতান কাঞ্চন, মাহবুব হোসেন টিটু,জাতীয় যুব সংহতি ময়মনসিংহ শাখার নেতা বদরুজ্জামান সবুজ, মহানগর জাতীয় পার্টির নেতা আবুল কালাম, সদর জাতীয় পার্টির নেতা মনজুরুল হক, স্বেচ্ছাসেবক পার্টির নেতা শফিকুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মন্টু, সদর জাতীয় পার্টির নেতা জুয়েল মিয়া সহ প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।