ময়মনসিংহ প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন পিবিআইতে কর্মরত ময়মনসিংহের ভালুকার সালেহ ইমরান।
আগামী ০৩/০১/২০২৩ ইং তারিখ পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে এই পদক গ্রহন করবেন তিনি। ২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরনের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক এই বিপিএম- সেবা পদকে ভূষিত করা হয়েছে।
১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি হওয়া পৃথক জিও আদেশে এটি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ঢাকা জেলায় কর্মরত সালেহ ইমরান বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে গত ৩/১২/১৪ তারিখে যোগদান করেন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের মৃত আব্দুল খালেক ও ফাতেমা খাতুনের ২য় সন্তান তিনি।
এর আগে ২০২০ সালের পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদকে ভূষিত হয়েছিলেন তিনি।