Header Image

ভালুকার সালেহ ইমরানকে পুলিশের সর্বোচ্চ পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

 

জাহাঈীর আলম :

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত এস আই সালেহ ইমরান বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক (বিপিএম সেবা) পদক পেয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ ইমরানকে এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরনের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক এই বিপিএম- সেবা পদকে ভূষিত করা হয়েছে।

বর্তমানে পিবিআই ঢাকা জেলায় কর্মরত সালেহ ইমরান বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে গত ৩/১২/১৪ তারিখে যোগদান করেন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের মৃত আব্দুল খালেক ও ফাতেমা খাতুনের ২য় সন্তান তিনি।

এর আগে ২০২০ সালের পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদকে ভূষিত হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!