বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা জাপা,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পার্টির ,র ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাপা র আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, র পরিচালনায়, পশ্চিম বাজারস্হ উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করেন ও বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা জাপা, র যুগ্ম- আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা জাপা,র ১নং নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল।
আরো বক্তব্য রাখেন, উপজেলা জাপা র যুগ্ম আহ্বায়ক,মোস্তাফিজুর রহমান বি এস সি,রফিকুল ইসলাম মাষ্টার, মাওলানা আশরাফ আলী সিদ্দিীকী, ডা: সবুর রফিক আকন্দ,খাইরুল আনাম সিদ্দিীকী মুকুল, মো: মোখলেসুর রহমান, কামাল হোসেন, উপজেলা জাপার নির্বাহী সদস্য আজগর আর্মি,হাকিম মনির, বদরুল আনাম সিদ্দিকী রিপন, এ কে এম সিরাজুল ইসলাম,নাসরীদ ইসমাইল, সেকান্দর আলী, আলামিন পলক মন্ডল, রাজন, করিম আর্মি,নূরুল ইসলাম নাহিদ, সুজন, মোস্তফা প্রিন্স প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রয়াত পল্লী বন্ধু হোসাইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ সিদ্দিকী।