
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর শিববাড়ী দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার যৌথ পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্র লীগ ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক নওশেল আহমেদ অনি ও যুগ্ম আহবায়ক রাহাত সহ জেলা ও মহানগর ছাত্র লীগের নেতৃবৃন্দরা।
পরে বেলা ৩ টায় ময়মনসিংহ জেলা ছাত্র লীগের উদ্যোগে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়াও বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।