Header Image

ভালুকায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

আনোয়ার হোসেন, ভালুকাঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭ জানুয়ারী শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির কার্যলয় থেকে একটি র‍্যালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, নজরুল ইসলাম বিএসসি, দিনারা খানম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজ্বী আঃ রউফ, মোস্তাফিজুর রহমান মামুন, চান মিয়া, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু হানিফ, ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানবির হাসান শান্ত, ছাত্রনেতা অনন্ত প্রমূখ।

পরে উপজেলা বি এন পির নেতৃত্বে বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পদ আদালত কতৃক বাজেয়াপ্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!