
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জানুয়ারী বিকেলে ময়মনসিংহ জেলা, সদর ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল করা হয়।
আনন্দ মিছিলটি ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন এর নেতৃত্বে নগরীর রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া হতে নগরীর গাঙ্গিনার পাড়, নতুন বাজার হয়ে নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ করা হয়।
উল্লেখ্য যে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি এস এম নাসির উদ্দীন হীরা ও সাধারণ সম্পাদক এইচ. এম আপনের নেতৃত্ব একটি বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করে। এছাড়া ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে অংশ গ্রহন করে।
