আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল দরবার শরীফে বাৎসরিক বড় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কংশেরকুল দরবার শরীফ প্রাঙ্গনে বড় দোয়া’ অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই মুসল্লিরা দলে দলে দরবারে আসতে থাকে। জোহরের নামাজ শেষে বয়ান শুরু হয়। বড় দোয়া অনুষ্ঠানের মাঠটি লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠে।
ভালুকা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও, ত্রিশাল, ফুলবাড়ীয়া, শ্রীপুর, নান্দাইল উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বড় দোয়ায় অংশ গ্রহণ করে।
ওই দরবার শরিফের মরহুম পীরজাদা হযরত মাওলানা জাহেদুল হক রঃ , হযরত মাওলানা মোস্তফা কামাল ও হযরত মাওলানা ছিদ্দিকুর রহমানের উত্তরসূরি বর্তমানে দরবারের দায়িত্বপ্রাপ্ত পীরে কামেল হযরত মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী দোয়া পরিচালনা করেন। পুরো মাঠ ধর্মপ্রাণ মুসল্লীদের আমিন আমিন শব্দে মুখরিত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।