মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নগরীর গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকার হযরত আলীর ছেলে মোঃ শাওন মিয়ার (৩২) সঙ্গে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন শাহীনের (৩৫) পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।
পূর্ব বিরোধের জের ধরে গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শাহীন তার সঙ্গীদের নিয়ে নগরীর গন্দ্রপা এলাকায় বাংলাদেশ ব্যাংকের পেছনের বাগানে শাওনকে কৌশলে নিয়ে যায়। সেখানে সবাই মিলে লুডু খেলা ও আড্ডা দেওয়ার ফাঁকে শাহীন নিজের পাওনা টাকা চান শাওনের কাছে। ওই সময় শাওন অকথ্য ভাষায় কথা বলেন।
এইকথা শুনে শাহীন তার বন্ধুদের নিয়ে শাওনকে মারধর করে সেখান থেকে চলে যায়। পরে শাওনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার চিকিৎসাধীন মারা যান।হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোঃ শাকিল বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ তোফাজ্জল হোসেন শাহীন তার সহযোগী মোঃ দিদার ও মোঃ অনিত হাসান অমিকে গ্রেপ্তার করে। পরে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হলে শাহীন ও দিদার হত্যার কারণ ও বিস্তারিত জানিয়ে স্বীকারোক্তি দেয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পাওনা টাকা চাওয়ার পর অকথ্য ভাষায় কথা বলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।