গত ১০ জানুয়ারী’২৩ মঙ্গলবার স্টার হোটেল এলিফ্যান্ট রোড ঢাকায় অবসরপ্রাপ্ত কাস্টমস্ পরিবারের পিকনিক ও সাংগঠনিকসহ অন্যান্য বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক এম আর খানের সভাপতিত্বে মোঃশফিউল আলম সদস্য সচিব এর সন্চালনায় সামগ্রিক বিষয়ে সকলকে অবহিত করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন জনাব মনজুর হাসান আসাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন প্রধান উপদেস্টা সর্বজনাব মোফাজ্জল হক, আবুল হোসেন ভাই (নাটের), সংগঠনের উপদেস্টা পরিষদের সদস্য শূভাকাঙ্খী হূমায়ুন হাফিজ,মোজাম্মেল হোসেন চৌধুরী, আবু আককাছ,কচি, ইছহাক, মতিন,মুখপাএ, যুগ্ম মুখপাএ সহ উল্লেখযোগ্য সদস্য।সভায় ভার্চুয়ালিতে অংশগ্রহণ করেন প্রধান পৃস্টপোষক জনাব মাহফিজুর রহমান বাবুল।
গঠনতন্ত্র উপস্থাপন/ অনুমোদন, পূর্ণাঙ্গ কমিটি গঠন, কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণসহ বিভিন্ন বিষয় ফলপ্রসূ প্রানবন্ত আলোচনা হয় ২৮ জানুয়ারী’২৩ শনিবার সকল সদস্যগন কে পিকনিকে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়।
সভা শেষে মধ্যাহৃভোজের পূর্বে সকল মরহুম, অসুস্হ্য ও জীবিত সদস্য সহ সকলের জন্য বিশেষ মোনাজাত করেন জনাব গোলাম রসুল মিয়া।