অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিনের সার্বিক তও্বাবধান ও দিক নির্দেশনায় প্রধান উপদেষ্টা মোফাজ্জল হক, সদস্য এম মনসুর আলী, সহ-সভাপতি মোহাম্মদ আলী,সমাজসেবা সম্পাদক মইনুল হোসেন, এান ও দূর্যোগ সম্পাদক মন্জুরুল হক, অর্থ যুগ্ম- সম্পাদক মাহবুর রহমানসহ আজ ১৪/১/২৩ তারিখে চাইল্ড এন্ড কেয়ার এইজ কল্যানপুর গমন করি।
এবং অসহায় মানুষের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করে তাদের দুর্দশার কথা শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই।পরে আমরা ব্যবস্হাপনা পরিচালকের সাথে সাক্ষাত করে অবসরপ্রাপ্ত কাস্টমস্ পরিবারের পক্ষে প্রধান উপদেস্টা মোফাজ্জল হক ও সদস্য এম মনসুর আলী অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও অবসরপ্রাপ্ত কাস্টমস্ পরিবারের পক্ষ থেকে সাহায্য ও সহযোগীতার হাত প্রসারিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
যারা এই দানে সহযোগীতা করেছেন তাদের দানকে আল্লাহ কবুল করেন। (প্রচার নহে,সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্বুদ্ধ করনের জন্য)
প্রচারেঃ অবসরপ্রাপ্ত কাস্টমস্ পরিবারের পক্ষেঃ-
আনিসুর রহমান মুখপাএ ও মাহবুর রহমান, যুগ্ম মুখপাএ।